Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

সাফল্য ও অর্জন

সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ:

 

  • বিইপিআরসি’র গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে BEPRC Innovation Guideline-2023, Incubation, Entrepreneurship এবং BEPRC Lab Financing Guideline প্রণয়ন। এছাড়া জাতীয় গবেষণাগার স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে বিইপিআরসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আলোকে একটি Agreement প্রস্তুত করা হয়েছে। যা অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • ০৮ টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
  • ইডকল ও বিইপিআরসি’র যৌথ অর্থায়নে Solar Irrigation এবং বুয়েট এর EEE বিভাগের সাথে BEMS প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এর পদার্থ বিজ্ঞান বিভাগের নিউক্লিয়ার রিসার্চ সেন্টার আধুনিকায়নের উদ্দেশ্যে ০১ (এক) টি গাইগার মূলার কাউন্টার (G.M. Counter) স্থাপন করা হয়েছে।
  • বুয়েটের EEE বিভাগের Power System Lab এর সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে Modern Power System Simulator সফটওয়্যার ক্রয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
  • “বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০২১” প্রণয়ন করা হয়েছে।